Breaking News

বোনাসের ২০০০ টাকা বেড়ে হল  ৪ হাজার টাকা

Image
 

নিউজ ডেস্ক, ২৯ মে,  ২০১৯ :বেতন কমিশনের রূপায়ণ ও বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের প্রায় সর্বত্রই বিভিন্ন দপ্তরে বিক্ষোভ দেখালেন বিরোধী কর্মচারী সংগঠনগুলি। এদিন মহাকরণ, নব মহাকরণ, বিকাশ ভবন, খাদ্য ভবন, স্বাস্থ্য ভবন, বাণিজ্যকর ভবনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতেও বিক্ষোভ হয়েছে। তবে কোনও দলের ব্যানার-পোস্টার ছাড়াই একযোগে বিক্ষোভে চলে। 

 সারাদিন বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই রাজ্য সরকার কর্মচারীদের অ্যাড হক বোনাসের ঘোষণা করেছে।


 বোনাসের অঙ্ক ২০০০ টাকা বেড়ে হল  ৪ হাজার টাকা।   অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, যাদের মাসিক বেতন ৩০ হাজার টাকা পর্যন্ত, তাঁরাও এই বোনাস পাবেন। মুসলিম কর্মীদের  মিলবে ঈদের আগেই। অন্যান্যদের পুজোর আগে, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে বোনাস পাবেন।

Share With:


Leave a Comment

  

Other related news