চন্দা কোচর ও স্বামী দীপক কোচরকে আর্থিক দুর্নীতির অভিযোগে ৯ ঘন্টা জেরা করল ইডি

নিউজ ডেস্ক, ১৪ মে ::সোমবার একটানা ৯ ঘণ্টা ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা আই সি আই সি আই ব্যাঙ্কের প্রাক্তন এমডি চন্দা কোচর ও তার
স্বামী দীপক কোচরকেও।
চন্দা কোচর ও দীপক কোচর এর বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।সিবিআই ইতিমধ্যে এই ঘটনায় কোচর দম্পতি ছাড়াও ভিডিওকন গ্রুপের এমডি বেণুগোপাল ধুতের বিরুদ্ধে এফআইআর করেছে। ২০১২ সালে আইসিআইসিআই ব্যাংক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ পেয়েছিল ভিডিওকন গ্রুপ। তার কয়েক মাস পর চন্দার স্বামী দীপক কোচরের কোম্পানি নুপাওয়ার রিনিউবেল প্রাইভেট লিমিটেড এবং সুপ্রিম এনার্জিতে বিপুল অর্থ বিনিয়োগ করেন ভিডিওকন কর্তা বেণুগোপাল ধুত, দাবী সিবিআই এর। ২০১৮-র মার্চে সিবিআই তদন্তে নেমে প্রায় ১০ মাস পর তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সূত্রের খবর, মঙ্গলবারও আরও এক দফায় জেরা করা হতে পারে কোচর দম্পতিকে।
Leave a Comment