Breaking News

রিলায়েন্স কমিউনিকেশনকে দেউলিয়া ঘোষণা

Image
 


নিউজডেস্ক,১৩ই মে:অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন (আরকম)-কে দেউলিয়াঘোষণা করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল। গত ফেব্রুয়ারি মাসে ঋণ সমস্যায় জর্জরিত হয়ে এই ট্রাইবুনালের দ্বারস্থ হয় অনিল আম্বানির সংস্থা। পরে দেউলিয়া সংক্রান্ত মামলা চলাকালীন নষ্ট হওয়া ৩৫৭ দিন বাদ দেওয়ার জন্য আবেদনও জানায়। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে RCom-কে দেউলিয়া ঘোষণা করল কোম্পানি ল ট্রাইবুনাল।এই ঘোষণার পরেই ব্যাংকে ৫০ হাজার কোটি টাকা ঋণ থাকা এই কোম্পানিকে পরিচালনার জন্য পেশাদারদের নিয়োগ করা হয়েছে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সংস্থাটির পরিচালক মণ্ডলীকে উপেক্ষা করেই। স্টেট ব্যাংকের নেতৃত্বাধীন ৩১টি ব্যাংকের মাধ্যমে পাওনাদারদের একটি কমিটি গঠন করতেও বলা হয়েছে ট্রাইবুনালের তরফে।দেশের বাজারে রিলায়েন্স জিও প্রবেশ করার পরেই মার খেতে শুরু করে RCom-এর ব্যবসা। প্রচণ্ড লোকসান এবং ঋণের ধাক্কায় একসময় নিজেদের ওয়্যারলেস ব্যবসাও বন্ধ করে দিতে বাধ্য হয় এই সংস্থাটি। পরে নিজেদের সম্পত্তি বিক্রি করে সমস্যা সমাধানেরও চেষ্টা চালিয়েছিল। কিন্তু, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার জেরে ভেস্তে যায় সেই প্রচেষ্টাও।

Share With:


Leave a Comment

  

Other related news