এবার ভারতে এল ZenFone Max Pro M2 এর ‘Titanium edition’। নতুন রঙে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ থেকে।

শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,৩১ জানুয়ারি:ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M2। এবার ভারতে এল ZenFone Max Pro M2 এর ‘Titanium edition’। নতুন রঙে ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ থেকে। এই ফোনের ভিতরে থাকছে Snapdragon ৬৬০ চিপসেট। সাথে ফোনের ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
ভারতে Asus ZenFone Max Pro M2 এর দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। এই দামে ৩GB RAM/ ৩২GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ZenFone Max Pro M2। ৪GB RAM/ ৬৪GB স্টোরেজে Asus ZenFone Max Pro M2 কিনতে খরচ হবে ১৪,৯৯৯ টাকা। টপ ভেরিয়েন্ট ৬GB RAM/ ৬৪GB স্টোরেজে এই ফোন কিনতে ১৬,৯৯৯ টাকা খরচ হবে। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। কবে বিক্রি শুরু হবে নতুন ZenFone Max Pro M2 এর ‘Titanium edition’? জানায়নি Asus।
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে চলবে Android ৮.১ Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ১৯ঃ৯ অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, ৩GB/৪GB/৬GB RAM আর ৩২GB/৬৪GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেল +৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX486 সেন্সার। ডেপ্ত সেন্সিং এর জন্য ব্যবহার হবে এই ফোনের ৫ মেগাপিক্সেলসেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পিছনে ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ।
Leave a Comment