মুদ্রাস্ফীতির কারনেই রান্না ঘরের হেঁসেলে ধাক্কা, এক ধাক্কায় বেড়ে গেল ৪২.৫০ টাকা, জানালো আই ও সি

শিলিগুড়ি বার্তা ওয়েব ডেস্ক,১লা মার্চ:
ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা ৮ পয়সা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়ে গেল ৪২ টাকা ৫০ পয়সা। জানাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে রান্নার গ্যাসের নতুন দাম।
কলকাতায় ভর্তুকিহীন এলপিজি-র দাম বেড়ে দাঁড়াল ৭২৫ টাকা ৯৪ পয়সা। রাজধানী দিল্লিতে ১৪ কেজি গ্যস সিলিন্ডারের দাম ৭০১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ভর্তুকিযুক্ত এলপিজি-র নতুন দাম দিল্লিতে ৪৯৫ টাকা ৬১ পয়সা, কলকাতায় এই দাম ৫০৬ টাকার কিছুটা বেশি। গত তিন মাসে একটানা দাম কমার পর ফের ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধি।
আইওসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিদেশি মুদ্রার দামে ওঠাপড়া, মুদ্রাস্ফীতির কারণে তাদের এলপিজি-র দামবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। পেট্রোপণ্য নিয়ে কেন্দ্রের নতুন নীতির পর এলপিজি-র দাম সাধারণত প্রতি মাসে ওঠানামা করে। কখনও কমলেও,মাঝে মধ্যেই বেড়ে যায় ভর্তুকিহীন এবং ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নতুন দাম ঠিক হয়। তবে পরিবর্তনের অঙ্ক খানিকটা নির্ভর করে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো বড় সরবরাহকারী সংস্থাগুলোর উপর। সেক্ষেত্রে যাঁরা ভর্তুকির আওতার বাইরে, সেই গ্রাহকদের উপর দামের কোপটা বেশি পড়ে। লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামবেন গেরুয়া বিরোধী শিবির এমন্টাই ধারনা ওয়াকিবহাল মহলের।
ইন্টারনেট চিত্র
Leave a Comment