Breaking News

ন্যানোর থেকেও সস্তা গাড়ি,মাত্র চল্লিশ হাজার টাকা,তাক লাগিয়ে দিল রাজস্থানের আজমীর

Image
 

 

ভাস্কর বাগচী,নিউজডেস্ক,২৭শে জুলাই:ন্যনোর থেকে সস্তা গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিল রাজস্থানের আজমীরের রবি পারিদা। মাত্র ৪০ হাজার টাকা খরচ করে বাইকের ইঞ্জিন ব্যবহার করে গাড়ি বানিয়ে ফেলেছে রবি। তার এই গাড়ি টেস্ট রান দেওয়া ও সারা পরীক্ষামূলক ভাবে তৈরি এই গাড়িটি; এখন অপেক্ষা বাণিজ্যিকভাবে তা কোন কারখানার সঙ্গে যুক্ত করে দেওয়া; রবির দাবি গাড়িটি প্রতি লিটারে ৫০ কিলোমিটার যাবে; তবে এখানেই থেমে থাকতে চায় না রবি; তার ইচ্ছে গাড়িটি যাতে বায়োফুয়েলের চলে;সেই ব্যবস্থা করার এবং সেই উদ্দেশ্যে নিরন্তর চেষ্টা করে চলেছে সে।রবি পেশায় ইঞ্জিনিয়ারিং এর ছাত্র; এখনও পড়া সম্পন্ন হয়নি। সাধারণ মানুষের প্রত্যেকের কাছে একটি করে গাড়ি থাকবে;এই আশা ছিল তাঁর তা থেকেই গবেষণায় মেতে ওঠেন তিনি,দেড়শ সিসি ইঞ্জিন যুক্ত গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ দেড়শ কিলোমিটার ছুটতে পারবে।

Share With:


Leave a Comment

  

Other related news