হাঁটতে হাঁটতে দিতে পারবেন মোবাইলে চার্জ! এই নয়া আবিষ্কারে শোরগোল বিশ্ব জুড়ে

শিলিগুড়ি বার্তা ওয়েব ডেডক,২৭শে মার্চ:এখন থেকে হাঁটতে হাঁটতে মোবাইলে দিতে পারবেন! চার্জ, অবাক কিছু নয় এমনটাই ঘটতে চলেছে অল্প কিছুদিনের মধ্যে। সৌজন্যে দুই ভারতীয় ছাত্র। তাদের নয়া আবিষ্কারে শোরগোল বিশ্বজুড়ে। মানুষের হাতে এখন সময় কমছে কিন্তু হাতের মুঠোয় মোবাইলটি থাকা চাই, কখন কোন আপডেট মিস হয়ে যায় কে জানে । তবে মোবাইলকে তো নিয়মিত চার্জ দিতে হয় ।কিন্তু এই সময়টাই বা কোথায়? ফোনে চার্জ দেওয়ার চক্করে বন্ধু-বান্ধবীদের কত আপডেট মিস হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ ফোনও তো আসতে পারে। এই সমস্যার সমাধান কী?
ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর আপনার মোবাইল ফোনটি আপনা আপনি চার্জ হয়ে যাচ্ছে। তাঁর জন্য আপনাকে ফোন প্লাগে গুঁজে দিয়ে মিনিটের পর মিনিট বসে থাকতে হবে না। এই ভাবনাই এবার সত্যি হতে চলেছে। দুই ভারতীয় ছাত্র এমনই এক চার্জার আবিষ্কার করে ফেলেছেন, যাতে হাঁটলেই মোবাইল চার্জ হয়ে যাবে। বিদ্যুতের প্লাগে জোড়ার প্রয়োজন হবে না। পাওয়ার ব্যাংকেরও প্রয়োজন নেই। দিল্লির ১৯ বছরের দুই ছাত্র মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধরণ এমনই এক চার্জার আবিষ্কার করে ফেলেছেন। দুই পড়ুয়া জানাচ্ছেন, নকশা প্রস্তুত। এখন শুধু চার্জারটিকে চূড়ান্ত রূপ দিতে যা সময় লাগে। দুই খুদে বিজ্ঞানীর দাবি, সাধারণ চার্জারের থেকেও ২০ শতাংশ কম সময় লাগবে এই চলমান চার্জারে ফোন চার্জ হতে।
Leave a Comment