Breaking News

বয়স্ক মানুষদের সাহায্য করতে চালু হল নতুন অ্যাপ কেয়ার ফোর  ইউ।

Image
 

শিলিগুড়ি বার্তা,খড়গপুর,২৫শে জুলাই:বয়স্ক মানুষদের সাহায্য করতে নতুন অ্যাপ কেয়ার ৪ ইউ'।৷  যা সংযোগ গড়ে দেবে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে তাঁদের আপনজনদের। 
এই অ্যাপের নির্মাতা আইআইটি খড়গপুরের ছাত্রছাত্রীরা। এই অ্যাপের সাহায্যে ওই বয়স্ক মানুষদের আপনজনের কাছে খবর চলে যাবে তাঁদের শরীর খারাপ হলে কিংবা তাঁরা কোনও সমস্যায় পড়লে। 
বাবা-মা'কে ছেড়ে অনেক সময়ই দূরে থাকতে হয় ছেলে-মেয়েদের। বয়স্ক বাবা-মা একা একা থাকার সময় নানা সমস্যায় সম্মুখীন হতে পারেন। বিশেষ করে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে সঠিক সময়ে খবর পৌঁছে দেওয়াটা খুব জরুরি। এই অ্যাপ সেই কাজ সহজেই করবে। কেবল অ্যাপটি দু' পক্ষেরই ফোনে ইনস্টল করে রাখতে হবে।
মঙ্গলবার আইআইটি খড়গপুরের তরফে একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

কনিষ্ক হালদার ( খড়গপুর আইআইটি-র ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র) জানাচ্ছেন, ‘‘আমরা এটাকে তৈরি করেছি ব্যক্তির এই মুহূর্তের মুড জানতে এবং সেই হিসেবে তাঁর সঙ্গে কথাবার্তা চালানোর জন্য।
ওই  বিভাগের ফেল‌ো ছাত্র আদি স্বদীপ্ত মণ্ডল অ্যাপটির কার্যপ্রণালী ব্যাখ্যা করে জানিয়েছেন, ‘‘আমাদের অ্যাপের সবচেয়ে ভাল জিনিস হল চ্যাটবট ছাড়া আর সব ‘মেশিন লার্নিং মডেল' মোবাইলেই চলে। ফলে কোনও ক্লাউড পরিষেবার প্রয়োজন নেই। এমনকী কোনও ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফিচার যেমন ফল ডিটেকশন, ইমোশন ডিটেকশন সবই কাজ করবে।''‘কেয়ার ৪ ইউ' এসব ছাড়াও কাউকে কল করা, টেক্সট করা বা ক্যাব বুক করার কাজ নিজে নিজেই করে দিতে পারে বয়স্ক মানুষটির হয়ে।

Share With:


Leave a Comment

  

Other related news