Breaking News

রোজভ্যালি কান্ডে ইডির  দপ্তরে সময়েই হাজির অভিনেতা  প্রসেনজিৎ 

Image
 

শিলিগুড়ি বার্তা,  ১৯ শে জুলাই:ইডির দফতরে সময় মত জাহির  জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷  রোজভ্যালি-কাণ্ডে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল ৷

ইডির নির্দেশ মেনে আজকে সকাল ১১টা নাগাদ সল্টলেকের ইডির দফতরে এসে পৌঁছন প্রসেনজিৎ । “যা বলার বেরিয়ে এসে বলব” জানালেন  তিনি। 

রোজভ্যালি প্রোডাকশনের একটি প্রজেক্টে কাজ করার জন্যে প্রায় সাত কোটি টাকা লেনদেন হয়েছিল,   সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদের জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।উল্লেখ্য গতকাল দুপুর বারোটার সময়ে সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে জেরা শুরু হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। টানা সাত ঘন্টা জেরা করা হয় অভিনেত্রীকে।এখন দেখার বিষয়  অভিনেতাকে কত সময় জেরা করেন ইডির আধিকারিকরা?

Share With:


Leave a Comment

  

Other related news