Breaking News

ইন্টারনেটের যুগে চেহারা বদলে বয়স্ক হতে মেতেছে কচিকাঁচার দল

Image
 

দেবাশীষ পাল মালদা,২০ই জুলাই:সবাই মেতে উঠেছে নিজের ফেস বদলাতে, ইন্টারনেটের যুগে কি না হতে পারে?এবার টিকটকের পরে ছোট থেকে বড় সকলের মনে ধরেছে এই চেহারা বদলের খেলা। বয়ষ্ক হতে মেতে উঠেছে সকলে।এই আ্যপটি নাম  ফেসঅ্যাপ, সোস্যাল মিডিয়া ফেসবুক সহ হোয়াটসআপ যেকোনো জায়গায় নিজের ছবি প্রোফাইল ছবি হিসেবে দেওয়া যাচ্ছে বয়ষ্ক রুপে। দেখা গেছে নিজেকে একটু বয়ষ্ক বা বুড়ো মানুষের রুপ দিয়ে দেকছেন কমবেশি  সকলে।এই আধুনিক যুগে কি না হতে পারে মাত্র কয় মিনিটে প্লেস্টোর  ডাউনলোড করে নিয়ে কিছু মুহূর্তের মধ্যে  পালটে দিচ্ছে নিজের চেহারা। সোস্যাল মিডিয়া ফেসবুকে সেকেন্ডের মধ্যে ছবি চিত্র পরিবর্তন করে  বুড়ো বয়সের ছবি পোস্ট করতে উন্মাদনা দেখা যাচ্ছে ছোটো থেকে বড় সকলকে।
এই অ্যাপ এ কিছু ফিচার আছে যা মানুষের  চুলের স্টাইল সহ মুখমণ্ডল ও বয়স   যা সিলেক্ট করে নিজের ছবি পরিবর্তন হয়ে যাচ্ছে।
ফেসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে স্পষ্টতই লেখা রয়েছে, তারা ব্যবহারকারীদের  কাছ থেকে কী কী তথ্য সংগ্রহ করবে। ফেসঅ্যাপের পলিসি বলছে, তারা ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, ব্রাউজারের কুকিজ, লগ ফাইল, ডিভাইসের বিভিন্ন তথ্য ও তাঁর অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে।
ফেস  অ্যাপকর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছেন, তাঁরা এই তথ্যগুলি তৃতীয় কারও কাছে বিতরণ বা বিক্রি করবেন না। কিন্তু তার গ্যারান্টি কে দেবে অজান্তে ছড়িয়ে যাবে সব কিছুই? ফেসবুকের কোটি ব্যবহারকারীর তথ্য লোপাট  হয়ে যাওয়ার ঘটনা সবাই জানি তাই সাবধানে ব্যবহার করুন।

Share With:


Leave a Comment

  

Other related news