শাড়ি টুইটারে সামিল হলেন প্রিয়ঙ্কা গান্ধিও, স্বামী রবার্টকে ট্যুইট করে বললেন আমাকেও ডিনারে নিয়ে যেতে পারো

শিলিগুড়ি বার্তা, নয়া দিল্লি,১৮ই জুলাই:সোশ্যাল মিডিয়ার মজা নোট কেঊ পিছিয়ে নেই প্রিয়ঙ্গকা গান্ধীও। সোশ্যাল মিডিয়ার হাতছানি এড়াতে পারেননি প্রিয়ঙ্কা গান্ধি। সোমবার থেকে ট্যুইটার দুনিয়ায় শুরু হওয়া শাড়ি টুইটার –এ সামিল হন অনেক মহিলা। তারা নিজের পছন্দের শাড়ি পড়ে ছবি ট্যুইটারে (saree twitter) পোস্ট করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধিও শাড়ি পড়ে তার ছবি টুইট করেছেন। তিনি গোলাপি বেনারসি শাড়ি পড়া, একটি ছবি ট্যুইটারে শেয়ার করেন।
গতকাল বুধবার সকালে ২২ বছর আগের একটি ছবি ট্যুইটারে শেয়ার করেন প্রিয়ঙ্কা তিনি লিখেছেন "আমার বিয়ের দিনের সকালের পুজোর সময় তোলা ২২ বছর আগের একটি ছবি।" এটি শেয়ার করার পরেই ১২০০ এর বেশি ট্যুইট হয়েছে এবং ১১ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। শুধু তাই নয় প্রিয়ঙ্কার এই ছবিটির পরেই তাঁকে বহু মানুষ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করেন।
পরে প্রিয়ঙ্কা গান্ধি আরও একটি ট্যুইটের মাধ্যমে জানান এই দিনটি তাঁর বিবাহ বার্ষিকী নয়। তবে যে ছবিটি তিনি দিয়েছেন সেটি তাঁর বিয়ের দিনের ছবি। নিজের অসংখ্য অনুরাগীদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন যে তাঁর বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে। পাশাপাশি নিজের স্বামী রবার্ট বঢরার উদ্দেশ্যেও একটি ট্যুইট করেন প্রিয়ঙ্কা।তিনি
স্বামী রবার্টকে ট্যুইট করে বললেন আমাকেও
“ডিনারে নিয়ে যেতে পারো”
Leave a Comment