আধুনিকতার যুগে হারিয়েছে বর্তমানের আর্টিফিশিয়াল রঙ্গলি, যুব সমাজকে রঙ্গলি শেখাতেই শহরে রঙ্গলি প্রতিযোগিতার আয়োজন

আলোর উৎসব দীপাবলি মানেই রঙ্গোলি, আর রঙ্গোলি এখন শুধুই আর্টিফিশিয়াল। আধুনিকতার যুগে আর্টিফিশিয়াল রঙ্গোলি বাজারে আসতেই সমাজ ভুলতে বসেছে হাতে বানানো রঙ্গোলির আসল মজা। তাই যুব সমাজকে রঙ্গলির প্রতি আকৃষ্ট বাড়াতে শনিবার সন্ধ্যায় সেবক রোডের একটি বেসরকারি শপিংমলে আয়োজিত হল রঙ্গোলি প্রতিযোগিতার। যেখানে শহরের বিভিন্ন বেসকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে শুরু করে সাধারণ পড়ুয়ারা অংশগ্রহণ করে নিজেদের কারুকৃতি তুলে ধরেন রঙ্গলির রঙের মাধ্যমে। এদিন শপিং মলের তরফে এই রঙ্গলি প্রতিযোগিতার আয়োজনে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টলিউড খ্যাত জনপ্রিয় একটি ধারাবাহিকের অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। অভিনেত্রী রঙ্গলি প্রতিযোগিতার বিচারক হিসেবে।
‘উত্তরবঙ্গ তার বড়ই প্রিয়’ বলে জানান অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। আধুনিকতা যুগে পুরনো সাবেকি রঙ্গলি ছোটদের মাঝে তুলে দিতে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
Leave a Comment