Breaking News

উবের অ্যাপ ক্যাবের চালকের হাতে হেনস্থার স্বীকার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। 

Image
 

নিউজ ডেস্ক, ১১ জুলাই:বুধবার সাত সকালে উবের অ্যাপ ক্যাবের চালকের হাতে হেনস্থার স্বীকার অভিনেত্রী স্বস্তিকা দত্ত।  বুধবার সকালে অ্যাপ ক্যাবের চালক জোর করে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে নিগ্রহ করেন বলে অভিযোগ স্বস্তিকার।তারই অভিযোগের ভিত্তিতে ওই উবের চালককে গ্রেফতার করা হয়েছে । বাংলা র  জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত, ফেসবুক পোস্টে গাড়ির চালকের একটি ছবি শেয়ার করে তাকে হেনস্থার ঘটনার বর্ণনা করেছেন। 

সুত্রের খবর,  বুধবার সকালে দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে যাওয়ার জন্য স্বস্তিকা তাঁর বাড়ির সামনে থেকেই একটি উবের ক্যাব বুক করেন। । স্বস্তিকা দত্ত ফেসবুকে, অ্যাপ ক্যাব চালকের একটি ফটো শেয়ার করে লিখেছেন, “এই লোকটির নাম জামশেদ। আমাকে আমার লোকেশন থেকে তুলে নিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে আমার এই বুকিং বাতিল করে দেন, এবং আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন।” চালকের ছবির সঙ্গে চালকের ফোন নম্বর, এবং ওই গাড়ির নম্বরও শেয়ার করেছেন। 


অভিনেত্রীর অভিযোগ,   যখন তিনি মাঝপথে গাড়ি থেকে নেমে যেতে অস্বীকার করেন, চালক গাড়ি ঘুরিয়ে তাঁকে নিজের এলাকায় নিয়ে যান এবং স্বস্তিকাকে হেনস্থা করেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, “চালক গাড়ি থেকে নামেন, পেছনের দরজা খোলেন এবং  আমাকে টেনে গাড়ি থেকে নামিয়ে দেন... যখন আমি আমার মেজাজ হারিয়ে ফেলি এবং বাকিদের কাছে সাহায্য চাইতে শুরু করি তখন তিনি আমাকে হুমকি দিতে শুরু করেন, তাঁর পরিচিত অন্য ছেলেদের ডেকে আনেন।"

অভিযোগ,ক্যবের গাড়ির চালক অভিনেত্রীকে পালটা আক্রমণ করে বলেন, “আপনার যা করার আছে করে নিন, আমিও দেখব আপনি কী করতে পারেন।” স্বস্তিকা বলেন, “আমার শুটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছিল এবং আমার ইউনিটও আমার জন্য অপেক্ষা করছিল, ফলত আমাকে ঘটনাস্থল থেকে দ্রুত রওনা হতেই হয়। পরে আমি আমার বাবার সাথে কথা বলি এবং এই ঘটনায় যা যা আইনি পদক্ষেপ করার প্রয়োজন, আমি তা করব।”

পুরো ঘটনাটিই ঘটে যায় আধঘণ্টার মধ্যে। স্বস্তিকা দত্ত জানান, সকাল ৮:১৫ থেকে শুরু করে ৮:৪৫ এর মধ্যে বিষয়টি ঘটে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা ইএম বাইপাসের উপর একটি রেস্তোরাঁর সামনে।

টুইটের উত্তরে কলকাতা পুলিশ জানিয়েছে, তাঁরা বিষয়টির তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Share With:


Leave a Comment

  

Other related news