Breaking News

সিনেমা জগতের দুই অভিনেতার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগে ছ’মাসের কারাদণ্ড 

Image
 

শিলিগুড়ি বার্তা,কলকাতা,২২শে জুলাই:সিনেমা জগতের দুই অভিনেতার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ উঠল।  ছোট ও বড়পর্দার অত্যন্ত পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তীকে শুক্রবার ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিলেন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরি। চেক বাউন্সের কারণে ছ’মাসের কারাদণ্ডের সাজা পেলেন বিটাউনের বাঙালি অভিনেত্রী কোয়েনা মিত্র।
আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট
 শুভদীপ চৌধুরি নির্দেশ দেন, যে টাকা বিশ্বজিৎবাবুকে মুলধন  সহ প্রাপককে অতিরিক্ত ৩০ শতাংশ টাকা ফেরত  দিতে হবে। এবিষয়ে  কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা। শুধু বলেন, তাঁর আইনজীবীই যা বলার বলবেন।

 অভিনেতার আইনজীবী সৈকত দত্ত মজুমদার বলেন, আইন অনুযায়ী কোনো অপরাধে কারও দু’বছর বা তার কম শাস্তি হলে আদালত সঙ্গে সঙ্গেই জামিনে মুক্তি দেয়। এক্ষেত্রেও জামিন পেয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। আগামী এক মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন তাঁর আইনজীবী।

আইনজীবী সৈকত দত্ত বলেন,  ধর্মতলার একটি সংস্থার কাছ থেকে ২০১৫ সালে বিশ্বজিৎবাবু ব্যক্তিগত কারণে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সংস্থার অভিযোগ, ধার শোধ করতে গিয়ে অভিনেতা তাঁকে যে চেকগুলি দেন, সেগুলি ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করে। এরপরই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন সংস্থা । দু’বছর ধরে মামলাটি চলার পরে সম্প্রতি শুনানি শেষ হয়।  শুক্রবার কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

এদিকে, কোয়েনা ২২ লক্ষ টাকা ধার নিয়ে তিন লক্ষের চেক দিয়েছিলেন বলে জানান ওই মডেল। সেই চেকটিও বাউন্স করে।৬ বছর আগে মডেল পুনম শেঠী কোয়েনার বিরুদ্ধে চেক বাউন্সের অভিযোগ করেছিলেন। অভিযোগ অস্বীকার করেন অভেনেত্রী। কিন্তু চলতি মাসেই আন্ধেরি নগরদায়রা আদালতের ম্যাজিস্ট্রেট কেতরী চৌভান কোয়েনার যুক্তি খারিজ করে তাঁকে দোষী সাব্যস্ত করেন। এই রায়ের বিরুদ্ধে পুনরায় আবেদন করবে বলে জানিয়েছেন  ওই মডেল ।

Share With:


Leave a Comment

  

Other related news