Breaking News

২ টি কলার দাম ৫ তারা হোটেলে ৪৪২ টাকা? রহস্য কি? জানতে ক্লিক করুন

Image
 

শিলিগুড়ি বার্তা, চন্ডীগড় : অভিনেতা রাহুল বোস সম্প্রতি চণ্ডীগড়ের একটি পাঁচ তারা হোটেলে উঠেছিলেন । সেখানেই দু'খানি কলা অর্ডার করেই চক্ষু চড়কগাছ! একজোড়া কলার জন্য হোটেল কর্তৃপক্ষ বিল করেছে ৪৪২ টাকা! 
সোমবার, ৫১ বছর-বয়সী এই অভিনেতা টুইটারে একটি ভিডিও পোস্ট করে হোটেলের ওই বিল সম্পর্কে অভিযোগ জানান। ভিডিওর ক্যাপশনে রাহুল বোস লেখেন, “এমনটা বিশ্বাস করার জন্য আপনাকে আগে ভিডিওটা দেখতে হবে। কে বলেছে যে, ফল আপনার অস্তিত্বের জন্য ক্ষতিকর নয়?”

৩৮ সেকেন্ডের ভিডিওতে, রাহুল বোস জানিয়েছেন জিমে যাওয়ার তিনি তাঁর খাওয়ার জন্য কিছু ফলের অর্ডার করেছিলেন। এর পরেই ভিডিওতেই সকলকে হোটেলের বিলটি দেখান তিনি। সেখানেই তাকে দু'টো কলার জন্য ৪৪২ টাকা বিল ধার্য করা হয়। “আমার স্বাস্থ্যের জন্য একটু বেশিই ভালো হয়ে গেল এটা”, ভিডিওর শেষ হওয়ার আগে মন্তব্য করেন অভিনেতা  রাহুল।
টুইটারে অনেকেই রাহুল বোসের সঙ্গে এই বিষয়ে একমত। একজন লিখেছেন, “একি সোনায় মোড়া কলা নাকি?” অন্য একজন আবার এই ঘটনাকে দিনে দুপুরে ডাকাতির সঙ্গেও তুলনা করেছেন।

Share With:


Leave a Comment

  

Other related news