Breaking News

এবার টলিউডে থাবা বিজেপির যোগ দিলেন বিখ্যাত অভিনেতা বিপ্লব চ্যাটার্জি

Image
 

মধুমিতা সরকার,নিউজডেস্ক, শিলিগুড়ি,১৭ই জুলাই:ফের টলিউডে থাবা বিজেপির। এবার বিজেপি তে যোগ দিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা থেকে শুরু করে সুচিত্রা সেন সবার সঙ্গে অভিনয় করেছেন বিপ্লব বাবু।কৌতুক অভিনেতা এবং চরিত্রাভিনেতা হিসেবে তার খ্যাতি সুবিদিত, পাশাপাশি বাংলা চলচ্চিত্রের এক ভিলেন হিসেবে সুখ্যাতি রয়েছে। সেই বিপ্লব কে ধরে টেনে বড় চমক দিল পদ্মফুল। তিনি টলিউডে বিজেপির বঙ্গীয় চলচ্চিত্র সংগঠন তার পরামর্শদাতা হিসেবে আপাতত কাজ করবেন বলে ঠিক হয়েছে তবে পরবর্তীতে তাকে বিধায়ক প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

আগাগোড়া সিপিএম সমর্থক বলে পরিচিত বিপ্লব খবর বিজেপি করনে আশ্চর্য হয়েছেন অনেকেই তবে এ নিয়ে এখনও পর্যন্ত বামেদের তরফ এ কোন রকম মন্তব্য পাওয়া যায় নি।

Share With:


Leave a Comment

  

Other related news