পূজা ও ক্রোমার প্রেমই এখন আলোচনার কেন্দ্র বিন্দু গোটা বাংলায়

মধুমিতা সরকার,শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৬ই আগস্ট:ছবির ডান দিকের এই সুপুরুষ নিগ্রো টিকে কলকাতা ময়দানের সবাই চেনেন প্রায়। নাম আনসুমনা ক্রোমা। কলকাতা ময়দানে যার হাতে খড়ি মোহনবাগানের খেলার মধ্য দিয়ে। এরপর খেলেছেন ইস্টবেঙ্গলএও। বর্তমানে পিয়ারলেস এ খেললেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতোটুকু। রবিবারই তার জোড়া গোলে মোহনবাগানকে হারিয়েছে তার দল। তবে সে সব কিছু নিয়ে নয়, আলোচনার কেন্দ্রবিন্দু এখন ক্রোমা আর প্রেম নিয়ে। কলকাতায় এসে লাইবেরিয়ার এই স্ট্রাইকার এখন মজেছেন বাঙালি তরুনী পূজা দত্তর প্রেমে। এমনকি তাদের বিয়েও পাকা। ১২আগস্ট তাদের শুভদৃষ্টি ঠিক হয়ে গিয়েছে। দুই প্রধানে খেলা এই তারকা এখন মজেছেন কলকাতার কন্যায়। ১২ তারিখ সল্টলেকের একটি হোটেলে তাদের আংটি বদল হবে বলে জানা গিয়েছে পারিবারিক সূত্রে। এখন পূজা কে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখছে এই ময়দান কাঁপানো ফুটবলার।
Leave a Comment