Breaking News

বলিউডে সানি লিওনকে টেক্কা দিতে কানাডা থেকে আসছে আর এক পর্নস্টার

Image
 

নিউজডেস্ক,১১ই জুলাই:সানি লিওনকে বলিউডে টেক্কা দিতে কানাডা থেকে আসছে আরও এক পর্নস্টার। মূলত সানির সাফল্যে অনুপ্রাণিত হয়েই তাঁকে আনতে চলেছেন পরিচালক। চলতি বছর জুলাই থেকে বলিউডের এক প্রযোজক সংস্থা এক মাঝারি বাজেটের অ্যাডাল্ট কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন এক তারকা  পর্নস্টার। অবশ্যই সেই পর্নস্টার সানি লিওন বা প্রিয়া  রাই কিংবা মিয়া খলিফা নন। তবে সেই পর্নস্টারকে কে তা এখনও খোলসা করতে রাজি নয় সেই প্রযোজক সংস্থা। গোটাটাই সারপ্রাইজ রাখা হয়েছে। সংস্থার পক্ষ থেকে শুধু বলা হয়েছে, একটা ছবি তৈরি নিয়ে কথা চলছে, যাতে এক নতুন পর্নস্টারকে দেখা যেতে পারে।
রিয়েলিটি শো বিগ বসে আসার পর ২০১২ সালে জিসম টু-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় সানি লিওনের। তারপর থেকে সানির জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। গত দু'বছর ধরে গুগল, ইয়াহু সার্চে তিনি ভারতের সব সেলিব্রিটির চেয়ে এগিয়ে। এখন দেখার সানির জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেন কি না নতুন কোনও পর্নস্টার।  
চলতি বছরের শুরুতেই রিলিজ করছে দু দুটো অ্যাডাল্ট কমেডি সিনেমা। সানি লিওনের 'মস্তিজাদে' আর মন্দনা কারমানির 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'। 'গ্র্যান্ড মস্তি' দারুণভাবে সফল হওয়ার পর সেক্স কমেডি বিষয়ে সিনেমা নিয়ে উত্‍সাহ বেড়ে যায় বলিউডের।আর পর্নস্টার হলে যে সোনায় সোহাগা তা তো সবরই জানা।

Share With:


Leave a Comment

  

Other related news