ট্রাকের ইঞ্জিনে পাখির ডিম, ডিম না ফোটা পর্যন্ত ট্রাক না চালানোর সিদ্ধান্ত, সৌজন্যে মুসলিম ট্রাক চালক

শিলিগুড়ি বার্তা,ওয়েবডেস্ক,২৪শে জুলাই:ঈদের মাস মুসলমানদের পবিত্র মাস। তাই ঈদের ছুটিতে বাড়ির উঠোনে ট্রাক রেখে দিয়েছিলেন চালক। ঈদ্দের পার্বণ শেষ হওয়ার পর ট্রাকটি নিয়ে বের হতে গিয়ে দেখেন ট্রাকের ইঞ্জিনের মধ্যে বাসা বাঁধেছে একটি পাখি এবং তাতে কয়েকটি ডিমও রয়েছে। এটি দেখে ট্রাকটির চালক ডিম ফুটে বাচ্চা না বেরনো পর্যন্ত দেড় মাস ট্রাক চালানো বন্ধ রাখেন। ঘটনাটি তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী এক শহরে। দেড় মাস পর বাচ্চাদের নিয়ে মা পাখিটি উড়ে গেলে স্বস্তির নিশ্বাস ফেলেন চালক । এমন মানবিক মুখ বিরল থেকে বিরলতম।
Leave a Comment