Breaking News

বাংলার ঐতিহ্যশালী 'সরা শিল্প', আর এই লোকশিল্পের প্রানের সম্পদ নিয়েই আয়োজিত হলো প্রদর্শনী উৎসব "মাটির টানে"!

Image
 

শিলিগুড়ি বার্তা ওয়েব ডেস্ক,১৬ই এপ্রিল:
আধুনিক শিল্পের প্রান লুকিয়ে আছে তার লোকায়ত শিল্পে। বাংলার পট ও সরা শিল্প বাংলার একান্ত নিজস্ব ঐতিহ্য মণ্ডিত শিল্প সম্পদ।
সভ্যতায় যে সরা মানুষ খাবার তৈরির বাসন হিসাবে আবিষ্কার করেছিলো,  পৃথিবীতে শুধু মাত্র বাঙালি জাতি সেই সরাকে শিল্পের আধার হিসাবেও প্রতিষ্ঠা দিয়েছে  সুদীর্ঘ প্রাচীন কাল থেকে। 

      হিন্দু ধর্মাবলম্বীরা সরাকে গ্রহন করেছে পুজার উপকরন হিসাবে, তারা সরাতে চিত্রিত করেছে দেব দেবীর ছবি, কখনো'বা অন্যান্য চিত্রে। লক্ষ্মী পুজায় এর ব্যবহার লক্ষণীয়, তাই এই সরা লক্ষ্মীসরা নামে  অধিক পরিচিত। 
মুসলিম ধর্মাবলম্বীরাও সরাকে শিল্পের আধার হিসাবে গ্রহন করেছে। তাদের সরা মূর্তি নয় , চিত্রিত হয়েছে ফুল, ফল, লতা, পাতায়। যেগুলো গাজীর সরা,  মহরমের সরা ইত্যাদি । ধর্মীয় উপকরন হিসাবে সরা ব্যাপ্তি পেলেও তা মানুষ মুলত গৃহে শিল্পকর্মের   মর্যাদা দিয়েই রেখেছে সুদীর্ঘ কাল। মানুষের জীবন জীবিকায়ও সরার অবদান রয়েছে। 
      মহাকালের ভ্রূকুটিতে বাংলার একান্ত নিজস্ব ঐতিহ্যমণ্ডিত শিল্প  আজ বিপন্ন।শিল্প শিক্ষার বাইরে সরা আধুনিক শিল্পে অনেকটাই ব্রাত্য।তাই কিছু শিল্পীরা বাংলার লোকশিল্পের প্রাণের সম্পদ এই মাটির সরা শিল্প নিয়ে আয়োজন করেছে  “মাটির টানে” শীর্ষক  এক আন্তর্জাতিক সরা শিল্প প্রদর্শনী ও উৎসব। ভারত ও বাংলাদেশের সমসাময়িক প্রথিতযশা ৫৫ জন  শিল্পীরা সরার পট চিত্রিত  করেছেন  তাদের নিজস্ব ফর্মে। মাটির সরার এই  অসাধারণ বৈচিত্র্য দেশ ও আন্তর্জাতিক শিল্প রসিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে এবং সরার জনপ্রিয়তা বৃদ্ধির তাগিদে দুই বাংলার বিশিষ্ট শিল্পীদের সরা শিল্প সাজিয়ে আসন্ন নববর্ষের প্রথম দিনে প্রাচী-প্রতীচি, বোলপুর-শান্তিনিকেতনে শুরু করছে এক অন্যরকম শিল্প-কর্মশালা ও প্রদর্শনী।

Share With:


Leave a Comment

  

Other related news