Breaking News

'বাঙালির বারো মাসে তেরো পার্বণ'সেই ঐতিহাসিক পুজো মেনেই মালদায় আজ ভিড় জমেছে মা জহুরার পুজোয়!

Image
 

মালদা,১৬ই এপ্রিল: পরেছে বৈশাখ আর বাঙালী বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে। তারই মাঝে, ভক্তদের ভির জমে উঠেছে মালদা জেলাতে, শুরু হয়েছে মা জহুরা পুজো। কোথাও মা মঙ্গলচন্ডী, কোথাও মা মহামায়া, আর কোথাও জমে উঠেছে মালদায় মা জহুরার পুজোতে। 
       শহর থেকে গোপাল পুর গ্রামে সাত থেকে আট কিলোমিটার দুরত্বে একটা আম বাগানে মধ্যে এই মায়ের মন্দির, সেখানে আজ পুজো দিতে ভিড় করছেন সকলে।
     বছরের দ্বিতীয় দিনে মায়ের পুজো দিয়ে শুরু করতে চাইছে এই বছর'টা। জানা যায়,সেন বংশের রাজা বল্লাল সেন এই অঞ্চলের কয়েকটি মন্দির স্থাপন করে তার মধ্যে অন্যতম মন্দির  মা জহুরার মন্দির। মন্দিরে গায়ে পাথরের ফলকে লেখা দেখা যায় প্রায় তিনশো বছরের আগে ছল্প তেওয়ারী এই মন্দির প্রতিষ্ঠত করেন।১২১৩ সালে তার এক সাধক সাধন হীরারাম তেওয়ারি এখানে সাধনায় সিদ্ধি লাভ করে আর তার দৈবশক্তি  অনুযায় মুত্তির রুপ দেওয়া হয়েছে লাল রঙ তার সাথে রয়েছে মুখোশ। বংশ পরম্পরায় পুজো করে আসছে তাদের বংশধর। এখন বর্তমানে পুজো করছেন তেওয়ারি বংশের রমেশ তেওয়ারি। তিনি বলেন বৈশাখ মাসে প্রতি শনি ও মঙ্গলবার এই মায়ের ধুম ধাম করে পুজো হয়। এই পুজোতে মালদা জেলা থেকে মানুষ  আসে আরও অন্য জেলা থেকেও বহু মানুষের ভিড় হয়। 
     এই পুজোকে কেন্দ্র করে শনিবার ও মঙ্গলবার এই আম বাগানে মধ্যে বিশাল মেলা বশে।এই মায়ের কাছে যে যা চায় তার মনোকামনা পুরন হয় বলে তিনি জানান।

Share With:


Leave a Comment

  

Other related news