Breaking News

ফের আগামি বছর জুলাই থেকে জাপানে বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করতে চলেছে

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ২৭ ডিসেম্বর : বর্তমান সময়ে বৈজ্ঞানিক গবেষণার নামে তিমি শিকার করে তার মাংস বিক্রির জন্য আইডব্লিউসি'র অনুমোদন। তিমির মাংস খাওয়া সাংস্কৃতিক অনুষঙ্গ। 

জানা গেছে, আগামি বছর জুলাই থেকে জাপান ফের বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করেছে, আর এই পদক্ষেপের মাধ্যমে শান্তিপ্রিয় দেশটি আন্তর্জার্তিক সমালোচনার শিকার হয়। সেখানে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন বা আন্তর্জাতিক তিমিশিকার কমিশন (আইডব্লিউসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে জাপান। আইডব্লিউসি মূলত তিমি সংরক্ষণে কাজ করে থাকে। উল্লেখ্য যে, কয়েক প্রজাতির প্রায় বিলুপ্তি ঘটতে শুরু করলে ১৯৮৬ সাল থেকে আইডব্লিউসি  বাণিজ্যিকভাবে তিমি শিকারকে নিষিদ্ধ করেছে। ১৯৫১ সাল থেকে দেশটি আইডব্লিউসি'র সদস্য, জাপানস্থ কর্মকর্তারা জানান, তিমি ভক্ষণ দেশটির সংস্কৃতির অংশ। ১৯৫১ সাল থেকে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের সদস্য হিসেবে কাজ করে আসা জাপানি এক কর্মকর্তা বলেন, "তিমি খাওয়া তাদের দেশের সংস্কৃতির একটি অংশ। মাংস বিক্রির জন্য জাপানে অনেক বছর ধরে তিমি শিকার হয়ে আসছে।' এছাড়া ১৯৮৬ সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের সদস্যভুক্ত দেশগুলো তিমি শিকার না করার পক্ষে সম্মতি দেয়। এর মধ্যে জাপান, নরওয়ে এবং আইসল্যান্ডের মতো দেশগুলো জানায়, তিমির মাংস তাদের সংস্কৃতির অংশ হওয়ায় তারা পরিমিত পরিমাণে তিমি শিকার করবে। তবে জাপান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আইডব্লিউসি তার লক্ষ্য পূরণে সহনশীল মাত্রায় বাণিজ্যিক হোয়েলিং এর সহযোগিতা করা নিয়ে ওয়াদা সম্পূর্ণরূপে পালন করছেন না।

Share With:


Leave a Comment

  

Other related news