Breaking News

বিছানায় স্ত্রীর জায়গায় একজোড়া বিকট-দর্শন সাপ! 

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ২৮ ডিসেম্বর : বিছানায় আপনার স্ত্রীর জায়গায় যদি দেখতে পান একজোড়া বিকট-দর্শন সাপ! তখন আপনি কী করবেন? খুব অবাক লাগছে তাই না? সত্যি এটা খুবই আজব ঘটনা। জানেন এই সমস্যাতেই পড়তে হয়েছে এক  স্বামীকে। 

 ‘পাকিস্তান কমিউনিটি ইন অস্ট্রেলিয়া’ নামের এক ফেসবুক পেজ-এ ছবি সহ প্রকাশিত হয়েছে এই আজব ঘটনার বিবরণ।


পোস্টটিতে বলা হয়েছে, স্ত্রী পরেছিলেন সাপের প্রিন্ট-ওয়ালা একজোড়া মোজা। বেডরুমের দরজা ফাঁক করে স্বামী সেই পা দু’টিকে সত্যিকারের সাপ মনে করেন। তারপরে আতঙ্কিত হয়ে একটি বেসবল ব্যাট নিয়ে প্রবেশ করেন এবং স্ত্রীর সাপ-রূপী পায়ে লাগান জোরসে বাড়ি। বলাই বাহুল্য, এর ফলে রীতিমতো আহত হন স্ত্রী। এরপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়। আপাতত মোজার বদলে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে বসে থাকতে হচ্ছে স্ত্রীকে। ইতিমধ্যে ফেসবুকের এই পোস্টটি ভাইরাল হয়ে পড়েছে। এই পোস্টে সাবধানবাণী হিসেবে বলা হয়েছে— "মোজা বাছাইয়ের ক্ষেত্রে নারীদের সতর্ক থাকা প্রয়োজন। স্টাইল করতে গিয়ে বিপর্যয় ঘটে যেতে পারে।"

ফাইল চিত্র

Share With:


Leave a Comment

  

Other related news