Breaking News

এবারে ভারতের তৈরি আকাশ মিসাইল কিনতে আগ্রহী বিশ্বের বিভিন্ন দেশ

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ২৮ ডিসেম্বর : এবারে ভারতের তৈরি আকাশ মিসাইল কিনতে আগ্রহী বিশ্বের বিভিন্ন দেশ। তবে কোন দেশ তা এখনও বিস্তারিত জানা যায় নি।

গত শনিবার এমনটাই জানালেন, ডিআরডিও আধিকারিক। ডিআরডিও-র চেয়ারম্যান এস ক্রিস্টোফার বলেন, "আকাশ হল মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল। আর অনেক দেশই সেই মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে। ফাইটার জেট, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইলকে মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা রাখে এই আকাশ মিসাইল। এই মিসাইল বিক্রি নিয়ে অনেক দেশের সঙ্গে কথা চলছে।"


তিনি আরও জানিয়েছেন, "যে এবছর বাজেটে রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ব্রহ্মোস মিসাইল রপ্তানিরও চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন তিনি। একদিকে যেমন ভারতীয় সেনা ও বায়ুসেনায় এই মিসাইলের চাহিদা বাড়ছে, অন্যদিকে তেমনই বাইরের দেশেও আগামী তিন-চার বছর ধরে এই মিসাইলের চাহিদা থাকবে বলে জানিয়েছেন, ভারত ডায়মানিকসের ম্যানেজিং ডিরেক্টর ভি উদয় ভাস্কর।"

এছাড়া অন্যদিকে, কোয়েম্বাটুরে একটি অস্ত্র নির্মাণকারী কারখানা তৈরি করতে চলেছে এল এবং টি। আগামী ১০ মাসে তারা ইসরোর জন্য রকেট বানাবে বলে জানিয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচ করেছে। এখান থেকেই তৈরি হবে ব্রহ্মোস মিসাইলের এয়ার ফ্রেম।

Share With:


Leave a Comment

  

Other related news