Breaking News

আপনিও কী বিউটি ক্রিম ব‍্যবহার করে থাকেন? তাহলে অবশ্যই জেনে নিন এই প্রতিবেদনটি

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ৩০ ডিসেম্বর : আমারা সবাই নিজেদের ত্বকের পরিচর্যা করতে এবং ত্বককে আরও সুন্দর ও উজ্জ্বল করে তুলতে নানান ধরনের বিউটি ক্রিম ব্যাবহার করে থাকি। জানেন কি সেই ব‍্যবহার করাই আমাদের জন্য কাল হয়ে আসে। এমনকি মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে। তাই বলা যায় এই ক্রিম মেখে খোলা আগুনে বেশি কাছে না যাওয়াই  ভালো‌। শুষ্ক ও অমসৃণ ত্বকের যত্নে যেসব ক্রিম ব্যবহার করা হয়, তাতে একজন মানুষের গায়ে এবং কাপড়ে দ্রুত আগুন ধরে যেতে পারে।


উল্লেখ্য যে, চলতি বছরে ব্রিটেনে এ ধরণের দুর্ঘটনায় অন্তত ৫০জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাহলে কি শুষ্ক ও খসখসে ত্বকের যত্নে মানুষ ক্রিম ব্যবহার করবে না?

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে যে, বিউটি ক্রিম ব্যবহার করবেন তবে এর কারণে শরীরে ও পরনের কাপড়ে দ্রুত আগুন ধরে যেতে পারে এবং সেই ঝুঁকি মাথায় রেখেই এসব ক্রিম ব্যবহার করতে হবে। কী ঝুঁকি?


এমোলিয়েন্ট অল্প সময়ের মধ্যে শুষ্ক চামড়াকে নরম করে তা ফেটে যাওয়া ঠেকায়, আর সেজন্য ময়েশ্চারাইজার বা বিউটি ক্রিমে এই উপাদানটি ব্যবহার করা হয়। মাত্রাতিরিক্ত শুষ্ক ত্বকের নিরাময় ছাড়াও, বিভিন্ন চর্মরোগ সারানোর ওষুধেও এমোলিয়েন্ট ব্যবহার করতে দেখা যায়।

তাই বিশেষজ্ঞরা বলছেন, যেসব এমোলিয়েন্ট ক্রিমে প্যারাফিন থাকে না, সেগুলোও একই রকম বিপজ্জনক।


জানা গেছে, সম্প্রতি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এবং হিউম্যান মেডিসিন কমিশন যৌথভাবে এ ঝুঁকি কমাবার চেষ্টা করছে। এজন্য সংস্থা দুইটি ক্রিম উৎপাদনকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে,


১) পণ্যের মোড়কের গায়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে পণ্য ব্যবহারের কী ঝুঁকি রয়েছে।

২) ঝুঁকির সাথে সাথে অল্প কথায় আর একটি ছবির মাধ্যমে ঝুঁকিটি বুঝিয়ে দেবার ব্যবস্থা থাকতে হবে।

৩) যেখানে সম্ভব এ সংক্রান্ত তথ্য ও করণীয় সম্পর্কে লিফলেট রাখার ব্যবস্থা করতে হবে।


আগুন ধরে গেলে সাধারণ কিছু ব্যবস্থা নেবার পরামর্শ দেয়া হয়েছে

১) আক্রান্ত স্থানে সাধারণ তাপমাত্রার পর্যাপ্ত পানি ঢালতে হবে।

২) পোড়া অংশ জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জীবাণুর সংক্রমণ না হয়।

৩) প্রয়োজনে পেইন কিলার ব্যবহার করতে হবে।

৪) দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Share With:


Leave a Comment

  

Other related news