Breaking News

ঘরোয়া উপায়ে রূপচর্চা

Image
 

 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ০৫ ডিসেম্বর: শীতকাল আসা মানেই রুক্ষ শুষ্ক ত্বক ও চুলের সমস্যা আরো বহুগুণ বেড়ে যাওয়া। আর সমস্যা মানেই হেয়ারফল,শীতকালে যেমন চুলের গোড়া রুক্ষ হয়ে যায় তেমনই তার পাশাপাশি ষ দেখা যায় খুশকি উৎপাত। তাই এই সমস্ত সমস্যা কাটিয়ে চুলের ডালনেশ কাটিয়ে ঔজ্জ্বল্য ফিরে পেতে আসুন চটপট জেনেনি কিছু সহজ ঘরোয়া উপায়।

•শীতকালে চুলের রুক্ষতা দূর করে উজ্জ্বল ও ফিরে পেতে খুব উপকারী একটি সহজ ঘরোয়া প্যাক, একটি মাঝারি সাইজের পাকা কলা ভালো মতো স্ম্যাশ করে একটি পাতলা সুতির কাপড়ে শেষমেশ করা কলা ডি কে নিয়ে ছি পেশী কলা টির রস বের করে নিন এই স্টেপটি করলে সেই স্ম্যাশ করা কলাতে কোন গুটি থাকবে না, এরপর সেই কলায় দিয়ে দিন দু'চামচ মধু এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই প্যাকটি কে ভালো মত লাগান, চুলের গোড়া গুলিকে ভালো করে কাভার করুন। আধাঘন্টা এই প্যাকটি মাথায় রেখে ভালো করে শ্যাম্পু করেনিন। কন্ডিশনার দেওয়ার দরকার নেই।
প্রথম বার এই প্যাকটি কে ইউজ করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার চুল কতটা সফট আর উজ্জ্বল হয়ে উঠছে। মাসে দুবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
ত্বক ও চুল সংক্রান্ত সমস্যার ঘরোয়া উপায়  সমাধান জেনে নিতে সমস্যা জানান আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার।

Share With:


Leave a Comment

  

Other related news