Breaking News

সিগারেট টানছেন !   ভাগ দিতে না চাইলে আপনিও  হতে পারেন গুলি বিদ্ধ ? 

Image
 

নিউজ ডেস্ক, ২ মে : 
দুই বন্ধ শপিং মলের সামনে  গল্প করছিলেন আর সিগারেট  ফুকছিলেন।  হোৎাৎ বাইকে করে অঞ্জাত পরিচয়ের দুই ব্যক্তি এসে সিগারেট চাইলেন,  কিন্তু সিগারেট  দিলেন  না আর তাতেই ক্ষুব্ধ হয়ে কোমর থেকে  রিভালবার বেড় করে    সোজা গুলি   বুকের ডান পাশে।  সাথে সাথে অচৈতন্য  হয়ে পড়েন যুবক।  

অবাক হচ্ছেন !  এমনি ঘটনা ঘটেছে  উত্তর দিল্লির শালিমার বাগে।  আহত যুবকের নাম আমির খান (২৩)।  
পুলিশকে আমির জানিয়েছে , তিনি এবং তার এক বন্ধু গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে একটি শপিং মলের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তার কাছ থেকে সিগারেট চায়।
এরপর আমির খান সিগারেট দিতে না চাইলে ওই দুই ব্যক্তির সঙ্গে বিতর্ক বাধে। একপর্যায়ে ওই দুই অজ্ঞাত ব্যক্তির একজন পিস্তল বের করে আমিরকে গুলি করে।
পুলিশ জানিয়েছে, আমির খান নামের ওই যুবকের বুকের ডানদিকে গুলি লেগেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

Share With:


Leave a Comment

  

Other related news