আবারও জঙ্গি নিধন অভিযানে সফল ভারতীয় সেনা

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক,২৭ সেপ্টেম্বর: আবারও জঙ্গি নিধন অভিযানে সফল ভারতীয় সেনা৷ বুধবার জানিয়েছে কাশ্মীর পুলিশ জানায়, মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত দুই লস্কর জঙ্গির একজন ওই জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার৷ মৃত সেই জঙ্গীর নাম আবু মাজ৷
মঙ্গলবার কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে জওয়ানদের গুলিতে খতম হয় দুই জঙ্গি৷ এরপর বুধবার নিহত ওই দুই জঙ্গির পরিচয় প্রকাশ্যে আনে পুলিশ৷ ওই দুই সন্ত্রাসবাদীর নাম আবু মাজ ও আবদুল মাজিদ ওরফে সমীর৷
এদের মধ্যে আবু লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডর৷ জন্মসূত্রে পাকিস্তানি আবু গত তিন বছর ধরে উত্তর কাশ্মীরের বহু নাশকতামূলক কাজে জড়িত ছিল৷ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকাতেও তার নাম ছিল বলে কাশ্মীর পুলিশ সূত্রে খবর৷
জানা গেছে যে, সোপোর ও হান্ডওয়ারাতে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার দায়িত্বে ছিল সে৷ এক নিরাপত্তা কর্মী ও তিন কাশ্মীরি খুনেও জড়িত ছিল এই জঙ্গির নাম৷
Leave a Comment