Breaking News

বাংলাদেশে পাথর রপ্তানিতে অচলাবস্থা কাটাতে উদ্যোগ গ্রহণ নবনিযুক্ত সম্পাদক প্রসেনজিৎ ঘোষের

Image
 

মালদা,৬ই আগস্ট: বাংলাদেশ পাথর রপ্তানি নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছে তার সমস্যা সমাধানে উদ্যোগ নিল মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের নতুন দায়িত্ব পেয়ে এই উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনের নবনিযুক্ত সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। পাথর রপ্তানিতে অচলাবস্থা কাটাতে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং বাংলাদেশের  পাথর ব্যবসায়ীদের সাথে আলোচনা এবং  লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানান মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক পণ্যবাহী লরি যাতায়াত করে। পিয়াজ, আপেল সহ বিভিন্ন পণ্য বাংলাদেশ রপ্তানি হয় এই মহদীপুর স্থলবন্দর দিয়ে। তার সাথে গত কয়েক বছর ধরে বাংলাদেশে পাথর রপ্তানি হয়ে আসছে। জেলার অধিকাংশ ব্যবসায়ী এই পাথর রপ্তানির সাথে যুক্ত বর্তমানে। কিন্তু প্রায় এক মাস হল বাংলাদেশ পাথর রপ্তানিতে অচলাবস্থায় দেখা দিয়েছে। এমত অবস্থায় সমস্যায় পড়েছেন মালদা জেলার কয়েকশো পাথর ব্যবসায়ী এবং লরির মালিক রা। এবারে তাদের পাশে দাঁড়িয়ে পাথর রপ্তানি প্রক্রিয়ায় অচলাবস্থা কাটাতে উদ্যোগ নিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর নবনিযুক্ত সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তিনি জানান আইনি জটিলতায় বিগত এক মাস ধরে অচলাবস্থা দেখা দিয়েছে পাথর রপ্তানিতে। পাথর রপ্তানিতে এই অচলাবস্থা দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন জেলার পাথর ব্যবসায়ী এবং লরির মালিক রা। এই অচলাবস্থা কাটাতে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সাথে এই বিষয়ে আলোচনার পাশাপাশি লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টি। তার সাথে সাথে বাংলাদেশের পাথর ব্যবসায়ী এবং সেখানকার ইনপোটার অ্যাসোসিয়েশন এর সাথে আলোচনা করা হয়েছে। আশা রাখছেন খুব দ্রুত এই অচলাবস্থা কাটবে এবং বাংলাদেশে পুনরায় পাথর রপ্তানি শুরু হবে বলে জানান মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ।

Share With:


Leave a Comment

  

Other related news