স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীর উপত্যকায় ২৫,০০০ আধা সেনা মোতায়েন করতে চলেছে ভারত সরকার।

শিলিগুড়ি বার্তা,নয়া দিল্লি,২ই আগস্ট: কাশ্মীর উপত্যকায় ২৫,০০০ আধা সেনা মোতায়েন করতে চলেছে সরকার। সরকারি সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকেই সেনা জওয়ানরা কাশ্মীর উপত্যকায় পৌঁছতে শুরু করেছে এবং আজ সকাল থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করার কাজ শুরু হয়ে গিয়েছে।
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
সরকার জানিয়েছে, উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করতে সুরক্ষা বাহিনীর ১০০ কোম্পানি সেনা মোতায়েন করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক স্পষ্টতই ৩৫-এ ধারা অপক্সারন সম্পর্কে বলেছিলেন সরকারের এরকম কোনও পরিকল্পনা নেই।
ইতিমধ্যেই অমরনাথ যাত্রাও ৪ অগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে । খারাপ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি সরকারের। যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত কোনও বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করা হয়নি।মুলত, অমরনাথ যাত্রার সুরক্ষায় নিযুক্ত কিছু সেনাকে আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে স্থানান্তরিত হচ্ছে।
উল্লেখ্য, অমরনাথ যাত্রার সুরক্ষার কথা মাথায় রেখে প্রায় ৪০ হাজার লোক মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্র আরও জানিয়েছে, , উপত্যকায় মোতায়েন করা সমস্ত নিরাপত্তা বাহিনীকে অবিলম্বে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অপরদিকে, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার শ্রীনগরে পৌঁছেছেন। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সেনাপ্রধান আগামী দুই দিন কাশ্মীরেই থাকবেন। জম্মু ও কাশ্মীরের দুই দিনের সফর সেরে জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল ফিরে আসার পরেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Leave a Comment