Breaking News

এই মুহূর্তের সবথেকে বড় খবর জম্মু কাশ্মীরকে দ্বিখন্ডিত করা হল

Image
 

শিলিগুড়ি বার্তা,ওয়েবডেস্ক,৫ই আগস্ট:এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ:
==============================
১) জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা হলো। 
২) লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে পৃথক করে বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো।
৩) জম্মু-কাশ্মীরকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। 
৪) বিতর্কিত ৩৭০ ধারা থেকে ৩৫-এ ধারা অপসারিত করা হলো। 
৫) ৩৭০ ধারা অবলুপ্তির জন্য প্রথমে সংসদের দুই কক্ষে বিল পেশ করা হবে। দুই কক্ষে বিল পাশ হয়ে গেলে তারপরে রাষ্ট্রপতির কাছে সেটা ড্রাফট হিসেবে পাঠানো হবে। রাষ্ট্রপতি মঞ্জুরী দিয়ে দিলে সেটা আইন হিসেবে তৈরী হবে।

Share With:


Leave a Comment

  

Other related news