Breaking News

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পাল্টা ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে পাকিস্তান।

Image
 

ভাস্কর বাগচী,শিলিগুড়ি বার্তা ,ওয়েবডেস্ক,০৭ই জুলাই:কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পাল্টা হিসেবে ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ৷ পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দিল্লিতে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে পাক সরকার।অন্যদিকে, দিল্লি থেকে পাক রাষ্ট্রদূত সোহেল মাহমুদকে দেশে ফিরতে নির্দেশ দেন ইমরান খান। ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান৷ পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করছে তারা। শুধু তাই নয়, দুই দেশের কূটনৈতিক চুক্তি পর্যালোচনা করে বিষয়টি রাষ্ট্রপুঞ্জের দরবারে হাজির করার চিন্তাভাবনা করছে পাকিস্তান। সেই সঙ্গে আগামী ১৪ অগস্ট পাক স্বাধীনতা দিবসকে কাশ্মীরিদের জন্য সৌহার্দ্য দিবস হিসেবে পালনের পরিকল্পনাও করা হয়েছে ওই বৈঠকে।একই সাথে ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন টিকে পাকিস্তানে কালোদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের কাশ্মীর-সিদ্ধান্তের বিরুদ্ধে যতটা সম্ভব কড়া পদক্ষেপের চেষ্টা করছে ইসলামাবাদ৷

Share With:


Leave a Comment

  

Other related news