Breaking News

৩৭০ ধারা প্রত্যাহার হতেই কাশ্মীরের জন্য সুখবর, লগ্নির লোভনীয় প্রস্তাব নিয়ে হাজির হেলমেট প্রস্তুতকারক সংস্থা স্টিল বার্ড

Image
 

 

ভাস্কর বাগচী,শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৭ই আগস্ট:৩৭০ ধারা প্রত্যাহার হতেই কাশ্মীরের জন্য সুখবর চলে এলো লগ্নির লোভনীয় প্রস্তাব নিয়ে কাশ্মীরে কারখানা তৈরি করতে চলে এলো বিখ্যাত হেলমেট প্রস্তুতকারক সংস্থা স্টিল বার্ড তারা কাশ্মীরে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে মোটর বাইক এবং সাইকেলের হেলমেট তৈরি কারখানা করবে বলে আশা প্রকাশ করেছেন আগামী অক্টোবরে কাশ্মীরে যে ইনভেস্টরস হওয়ার কথা রয়েছে সেখানেও তারা উপস্থিত থেকে নিজেদের প্রস্তাব তুলে ধরবেন কাশ্মীরের সামনে নিজেদের দেড়শ কোটি টাকা লগ্নি করে একটি হেলমেট তৈরি জিও নেট খুলেছে তাতে রোজ প্রায় ৪৫ হাজার হেলমেট উৎপাদন হচ্ছে ফলে অচলায়তন কাটতেই খুশির হাওয়া ভূ-স্বর্গে জন্য এখন এই সুযোগ তারা কিভাবে নিতে পারেন তারই অপেক্ষায় গোটা দেশ

Share With:


Leave a Comment

  

Other related news