Breaking News

গোটা একটা বাড়ি ভেঙে মিললো ৩৮টি বিষাক্ত সাপ

Image
 

নিজস্ব সংবাদদাতা, কালনা, ১২ই সেপ্টম্বর : তিন কুটুরির একটি বাড়িতে ছিল এক পরিবারের দীর্ঘদিনের বসবাস | কিন্তু সেই গোটা  বাড়িটা  ভেঙে  বুধবার পর্যন্ত মিললো ৩৮ টি বিষাক্ত গোখরো সাপ |  আর  ওই পাঁচ সদস্যের পরিবারটি এখন খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে  বসবাস করছে | ঘটনাটি  কালনা-১ নং পঞ্চায়েত সমিতির হাটকালনা গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামের |  পেশায় নির্মানকর্মী দিলদার শাহ তাঁর পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে  সম্পুর্ন  ভেঙে ফেলা এই বাড়িটিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন |  মাস তিনেক আগে এই বাড়িতে যখন তখন সাপের  উপস্থিতি  টের পাওয়া যায় |   একটার পর একটা সাপ মেরেও যখন এই সর্পকূলের বিনাশ হচ্ছে না দেখে দিলদার শাহ বাড়িটাই ছেড়ে  দেন |  দূরে ফাঁকা জায়গায় ত্রিপল খাটিয়ে  গোটা পরিবার নিয়ে সেখানে তিনি  বসবাস শুরু করেন |  সাপুড়ে ডেকে বুধবার পর্যন্ত মোট ৩৮টি  ক্ষয়ে গোখরো সাপ ধরা  পড়ার পর সর্প আতংক শুধু এই পরিবারে নয়, সেই আতঙ্ক ছড়িয়েছে গোটা শিকারপুর গ্রামে |  শুধু সর্প আতঙ্কই নয় |   এই দিলদার শাহ পরিবারের সামনে একটা  চরম সামাজিক সংকটও তৈরি হয়েছে | কারন দিলদার শাহই  এই পরিবারের একমাত্র  রোজগেড়ে সদস্য |   ঘর  ছাড়ার পর থেকেই তাঁর কাজকর্ম সম্পুর্ন বন্ধ হয়ে গেছে |  তাই এই পরিবারের সামনে ঘর সংকটের সাথে হাজির হয়েছে খাদ্য সংকটও |  এই সংকট কাটাতে দিলদার শাহ মঙ্গলবার হাজির হয়েছিলেন কালনা-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক অবনীত পুনিয়ার নিকট | আপদকালীন সাহায্য হিসাবে  এই পরিবারকে সেখান থেকে দুটি ত্রিপল দেওয়া হয়েছে |  বুধবার সাংবাদিকদের সামনে সমষ্টি উন্নয়ন আধিকারিক অবনীত পুনিয়া জানান--  বন দপ্তরের দুই জন সর্প  বিশেষজ্ঞকে খবর দেওয়া হয়েছে |  খুব শীঘ্রই সেখানে তারা যাবেন |  আপদকালীন সাহায্য হিসাবে যা যা প্রয়োজন তা দেওয়ার  ব্যবস্থা করা হবে | আর ওই পরিবার নির্দ্দিষ্ট ফর্মে  ঘরের জন্য আবেদন করলে জরুরি ভিত্তিতে  সুপারিশ করে  তা জেলায় পাঠিয়ে দেওয়া হবে । ।                                      

ছবি- দিলদার শাহের বাড়ির ধ্বংস স্তুপ।                            

আলেক শেখ, কালনা

Share With:


Leave a Comment

  

Other related news