আসামের চা বাগান গুলোকে সাবসিটি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বঞ্চিত কেন:মলয় ঘটক

উজ্জ্বল রায় শিলিগুড়ি,০৮ই আগস্ট:আজ শিলিগুড়ি বিবেকানন্দ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মলয় ঘটক অভিযোগ করে বলেন কেন্দ্রীয় সরকার প্রায় হাজার কোটি টাকা আদায় করেছে অথচ এক টাকাও খরচ করেননি,এদিকে আসামে চা বাগান গুলোকে সাবসিটি দিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে।পশ্চিমবঙ্গকে কোন সাবসিটি দেওয়া হচ্ছে না কেন।তিনি বলেন কেন্দ্রীয় সরকার বলেছেন যে সমস্ত চা শ্রমিক দেরকে ব্যাংকের মাধমে পেমেন্ট করা হবে। তবে সেটা আমরাও চাই কিন্তু কেন্দ্রিয় সরকারের এটা ধারণা নেই আমাদের এখান কার চা বাগান থেকে ব্যাংক প্রায় দশ থেকে বারো কিলো মিটার দূরে।যতক্ষণ না চা শ্রমিক দের কাছা কাছি ব্রাঞ্চ অথবা এটিএম না খোলা হবে ততক্ষন এখান কার চা শ্রমিক দের সুরাহ মিলবে না বলে জানান শ্রম মন্ত্রি মলয় ঘটক।
Leave a Comment