Breaking News

মালদা মেডিকেল কলেজ থেকে নিখোঁজ এক রোগী

Image
 

মালদা, ১২ সেপ্টেম্বর : মালদা মেডিকেল কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক রোগী। বুধবার সকালে পরিবারের লোকেরা রোগীকে মেল মেডিকেল বিভাগে দেখতে না পেয়ে শোরগোল শুরু করে দেন। হইচই  দেখেই ছুটে আসেন স্বাস্থ্যকর্মীরা।


সূত্রের খবর, রোগীর নাম জয়ন্ত পোদ্দার (৫০)।  পেশায় কৃষক। তার বাড়ি চাচল থানার চরলমনি গ্রামে। গত রবিবার বাড়ির সামনে একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যান জয়ন্তবাবু । স্থানীয় বাসিন্দারা মরণাপন্ন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা  মেডিকেল কলেজে ভর্তির ব্যাবস্থা করেন। 

রোগীর স্ত্রী চন্দনাদেবীর বক্তব্য,  রবিবার থেকেই মেডিকেল কলেজের মেল মেডিক্যাল বিভাগে চিকিৎসারত ছিলেন তার স্বামী। যেহেতু এটি পুরুষ বিভাগ, তাই রাতে মহিলাদের থাকার নিয়ম নেই । ফলে স্বামীর জন্য তার ১২ বছরের ছেলে স্বপন পোদ্দার রাতে থাকতেন। বুধবার সকালে চন্দনাদেবী এসে দেখেন তার স্বামী নেই । ঘুমন্ত ছেলে কে উঠিয়ে জয়ন্ত বাবুর কোন খোঁজ খবর পান নি। এরপরে শোরগোল পড়ে যায় মেডিক্যাল কলেজে চত্বরে। 

নিখোঁজ রোগীর পরিবারের অভিযোগ, মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী ও নার্সদের চরম গাফিলতি এবং উদাসীনতার কারণে তার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে। এমনকি মেডিকেল কলেজের সিসিটিভি ও নিরাপত্তা থাকলেও একজন রোগী বেড থেকে কিভাবে গায়েব হয়ে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের আত্মীয়রা।
মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অমিত দা অবশ্য পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।(এনএ )

Share With:


Leave a Comment

  

Other related news