গ্রেপ্তারের দাবিতে অবরোধ, পুলিশের পাল্টা মামলা

নিজস্ব সংবাদদাতা, কালনা, ১২ই সেপ্টম্বর: শাহপুর কৃষি সমবায় ম্যানেজারের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সড়ক অবরোধ হয় | এই অবরোধ করার জন্য কালনা থানার পুলিশ অবরোধকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা করে | পৌনে দুই মাস আগে রহস্যজনক ভাবে মৃত্যু হয় শাহপুর কৃষি সমবায় ম্যানেজার অশোক বিশ্বাসের | মৃতের বাবা সুশান্ত কুমার বিশ্বাসের দায়ের করা মামলার ভিত্তিতে গত ২৯ শে আগস্ট পুলিশকে পুনরায় সেই ঘটনার তদন্তের নির্দ্দেশ দেয় কালনা আদালত | কিন্তু আদালতের সেই নির্দ্দেশের কোন পদক্ষেপ না হওয়ার অভিযোগ তুলে বুধবারের এই সড়ক অবরোধ | জানান মৃতের নিকট আত্মীয়রা | অন্যদিকে কালনা থানার এক পুলিশ অফিসার জানান-- ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এই ঘটনার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে | আর নতুন করে কিছু করার নেই | তাই বে আইনিভাবে বুধবার সড়ক অবরোধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে | গত ২১শে জুলাই কালনা থানার শাহপুর কৃষি সমবায় দপ্তরে রাত্রে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় ম্যানেজার অশোক বিশ্বাসের(৪২) | তাঁর সঙ্গে থাকা এই সমবায়ের ক্যাশিয়ার আশুতোষ দেবনাথ অসুস্থ্য হয়ে পরের দিন হাসপাতালে ভর্তি হন | কিন্তু এক দিনের মধ্যেই ক্যাশিয়ার ছুটি নিয়ে বাড়ি চলে যান | রহস্য দানা বাঁধে এখানেই | সেই সময় দাবি করা হয় সারা রাত ধরে জেনারেটর চলায় তার গ্যাসে এই ঘটনা ঘটেছে | কিন্তু মৃতের বাবা সুশান্ত কুমার বিশ্বাস এই দাবি মানতে চাননি | তিনি প্রশ্ন তোলেন-- গ্যাসেই যদি মৃত্যু হয়, তাহলে আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন এলো কোথা থেকে ? আর সমবায়ের মধ্যে থাকা ছেলের বাইকটিই বা ভাঙলো কি করে | এছাড়াও তিনি দাবি করেন-- আমার তৃতীয় পুত্র অশোক বিশ্বাস প্রায়ই সমবায় থেকে বাড়ি ফিরে বলতো ক্যাশিয়ার বহু টাকা নয়ছয় করে ফেলেছে | কি করে সামাল দেবে জানি না | তাই ক্যাশিয়ার নিজের পাপ ঢাকতে আমার ছেলেকে খুন করেছে ।
ছবি- অবরোধের ছবি
আলেক শেখ, কালনা
Leave a Comment