গোর্খা, আদিবাসী রাজবংশী ইউনাইটেড ফ্রন্টের ডাকে অনুষ্ঠিত হল এক বর্নময় অনুষ্ঠান

কোচবিহার, ১২ সেপ্টেম্বর : গোর্খা, আদিবাসী রাজবংশী ইউনাইটেড ফ্রন্টের ডাকে আজ কোচবিহার রবীন্দ্র ভবনে এক বর্নময় অনুষ্ঠান হয়ে গেলো। তিনটি উপজাতি মিলে এক ছাতার তলায় এক সাথে সভা করার ডাক দিল এই সংগঠন। সকলে আলাদা আলাদা ভাবে তাদের আলাদা রাজ্যের ব্যাপারে আন্দোলন করতে থাকে। এদিন তারা এক সাথে আন্দোলনের ডাক দিলেন।
আজ ভারত ভুক্তি চুক্তির বর্ষ পুর্তি উপলক্ষে এই সমাবেশ। গোর্খা আন্দোলনের কথা সকলেরই জানা, আলাদা রাজ্যের দাবিতে বহুদিন ধরে আন্দোলন করে আসছে রাজবংশীরা। এদিকে আদিবাসীরা তাদের দাবিতে অনড় থেকে গোর্খার সাথে তাল মিলিয়ে আন্দোলন করে যাচ্ছে। এদিন এই আন্দোলোনকে এক ছাতার তলায় নিয়ে আসার কথা ঘোষণা করেন সংগঠনের সভাপতি ঋষিকা ছেত্রী। কয়েক দিন আগে দিল্লির যন্তর মন্তরে ২ দিনের অবস্থান করেছিল এই সংগঠন। তাদের দাবি দাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে। এছাড়া চলতি মাসেই ভারতের রাষ্ট্রপতি সাথে দেখা করে তাদের অভিযোগ লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন।
Leave a Comment