Breaking News

ফুলবাড়ীর বিদ্যুৎ দপ্তরের একশ্রেণীর কর্মীদের দুর্নীতির তথ্য ফাঁস করে পরিবার সহ বিপাকে এনভিএফ কর্মী

Image
 

 


মালদা, ৭ অগাস্ট : ফুলবাড়ি বিদ্যুত্ দপ্তরের একশ্রেণির কর্মীদের দুর্নীতির কথা একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানতেই পরিবার সহ বিপদে পড়েছেন এক এনভিএফ কর্মী৷ 

 বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক এন ভি এফ পুলিশ বর্তমানে তিনি মালদা শহরের ফুলবাড়ি ইলেকট্রিক অফিসে নিযুক্ত৷ অমিত উপাধ্যায় নামে ওই এনভিএফ কর্মী প্রতিদিনই চোখের সামনে অনেক নায় অন্যায় দেখতে থাকে। শহরের রামকৃষ্ণ পল্লীর এক বিধবা মহিলা লোড বাড়ানোর জন্য এক বিদ্যুত কর্মীকে পাচ হাজার টাকা দেয় তার পর সেই মহিলা বারং বার ঘুরেও লোড না দেওয়ায় সেই এন ভি এফ কর্মীকে বলে,সেই আভিযোগ  এঙিনিযর তন্ময় বিশ্বাসকে জানতেই চড়াও হয় অমিত বাবুর ওপর বলেন তোমার এত সাহস চাকরি চলে যেতে পারে । এই কথা ইঞ্জিনিযর সাহেব আরো কর্মীদের বলেন,শুনে তারা সেই পুলিশ কর্মীকে কর্মরত অবস্থায মারধর করে মোবাইল কেড়ে নেয় ও ফোন থেকে সব উড়িয়ে দেয় এবং জোর পূর্বক সটাম্পে সই করায় ।ঘটনার সেদিনই বিদ্যুত কর্মীরা ক জন অমিত বাবুর বাড়িতে যায় তার বৌকে শাসায় ও এবং তাকেও ধাক্কায় ও জোর করে সটাম্পে সই করানোর জন্য আর বাচ্চাকে তুলে নিয়ে যাবে। গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ যদিও পুলিশের পক্ষ থেকে তাঁর অভিযোগপত্র এখনও রিসিভ করে দেওয়া হয়নি৷ তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন ফুলবাড়ি ইলেকট্রিক সেক্টর অফিসের স্টেশন ম্যানেজার৷
    মালদা শহরের গৌড় রোডের বাসিন্দা অমিতবাবুর অভিযোগ, তিনি সুকান্ত মোড়ে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ফুলবাড়ি সেক্টর অফিসে কর্মরত৷ গত কয়েক মাস ধরে ওই অফিসের নানা দুর্নীতি তাঁর চোখে ধরা পড়ে৷ সেকথা তিনি স্টেশন ম্যানেজার, তন্ময় বিশ্বাসকে জানান৷ এরপর থেকেই রিন্টু দাস, বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ সিংহ, সৌমেন সরকার, উজ্জ্বল দে সহ তন্ময়বাবু তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকেন৷ রিন্টু দাস দপ্তরের কোনও কর্মী না হলেও সে ফুলবাড়ি সেক্টর অফিসের অন্যতম চাঁই৷ গোটা বিষয়টি তিনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান৷ গত ৩ তারিখ তিনি ডিউটিতে গেলে ডিউটিরত অবস্থায় মারধর করে একটি ৫০ টাকার স্ট্যাম্প পেপারে তাঁকে স্বাক্ষর করতে বলে অভিযুক্তরা৷ তিনি স্বাক্ষর করতে অস্বীকার করলে তারা পরিবার সহ তাঁকে খুন করার হুমকি দেয়৷ তাঁর একমাত্র ছেলেকে কিডন্যাপ করা হবে বলে শাসায়৷ ভয়ে তিনি সেই স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করতে বাধ্য হন৷ সেই ঘটনাও তিনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান৷ পরে ওই স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া হয়, তিনি নাকি রিন্টু দাসের কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন৷ সেই টাকা ফেরত দিতে তাঁকে চাপ দিতে শুরু করে অভিযুক্তরা৷ এরপর গত ৫ অগাস্ট তন্ময়বাবু ছাড়া বাকি ৫ জন লোকজন তিনি তাঁর বাড়িতে ঢুকে পড়ে৷ স্ত্রী সহ তাঁর মোবাইলের যাবতীয় নথি তারা মুছে ফেলে৷ তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে৷ স্ত্রীকে তারা হুমকি দেয়, তাদের কোনও দুর্নীতির ছবি মোবাইলে তোলা থাকলে তারা তাঁর ছেলেকে কিডন্যাপ করে খুন করবে৷ তাঁরা ভয়ে চিৎকার শুরু করলে পাড়ার লোকজন বেরিয়ে আসে৷ পরিস্থিতি বেগতিক দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়৷ এরপরেই তিনি আইনজীবীর পরামর্শে গতকাল গোটা বিষয় লিখিতভাবে জানিয়ে ইংরেজবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ যদিও পুলিশ এখনও তাঁর অভিযোগপত্রের রিসিভ কপি দেয়নি৷
    অমিতবাবুর স্ত্রী আজ জানান, অভিযুক্তরা বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন থেকে তাঁর বাবার ফোন নম্বর নিয়ে নেয়৷ এরপর তারা তাঁর বাবাকে ফোন করে জানায়, তাঁর স্বামী রিন্টুর কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছে৷ সেই টাকা দু'একদিনের মধ্যে ফেরত না দিলে তারা তাকে দেখে নেবে৷ এসব শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাবা-মা৷ আতঙ্কে তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন৷ এই অবস্থায় পুলিশের কাছে তাঁর প্রার্থনা, তাঁর স্বামীর অভিযোগপত্র খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক৷ 
    অমিতবাবুর অভিযোগ নিয়ে আজ কথা বলতে গেলে অভিযুক্ত স্টেশন ম্যানেজার তন্ময় বিশ্বাস সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে অস্বীকার করেন৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন, এনিয়ে তিনি কোনও কথা বলবেন না৷ এদিকে ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমিতবাবুর অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে৷ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷

Share With:


Leave a Comment

  

Other related news