Breaking News

জলপাইগুড়িতে জাতীয় কংগ্রেসের গণ অবস্থান কর্মসূচি

Image
 

 


জলপাইগুড়ি, ৭ আগস্ট : জলপাইগুড়ি শহরের সার্বিক উন্নয়ন, পুরসভার অগণতান্ত্রিকতা, স্বেচ্ছাচারিতা, স্বজনপোষণ এবং দুর্নীতির প্রতিবাদে আজ জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে গনঅবস্থান করে জাতীয় কংগ্রেস। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত এই অবস্থানে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ দস্তিদার, পিনাকী সেনগুপ্ত, অম্লান মুন্সি, বিমল পাল চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। গনঅবস্থানের পরে জলপাইগুড়ি  জেলা শাসক অভিষেক তিওয়ারির হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় কংগ্রেসের তরফে। এছাড়াও পৌরসভা, এসজেডিএ সহ সমস্ত সরকারি দফতরে টাউন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দাবিপত্র তুলে দেওয়া হয়। পুরসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পুরসভার বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে জেলা কংগ্রেস।

Share With:


Leave a Comment

  

Other related news