মালদা জেলা জুড়ে উদযাপন হল রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়ান দিবস

মালদা,০৮ই আগস্ট:গোটা রাজ্যের সাথে সাথে মালদা জেলা জুড়েও উদযাপন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। এই মর্মে বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এদিন সকালে রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। কবিগুরুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ। এরপর পৌরসভার অন্যান্য কাউন্সিলররা একে একে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Comment