Breaking News

তীব্র দাবদাহের পর অবশেষে শহর শিলিগুড়িতে স্বস্তির বৃস্টি

Image
 

 


শিলিগুড়ি,০৭ই আগস্ট:কয়েকদিন ধরেই তীব্র দাবদাহে নাজেহাল শহরবাসী।গরমে ঘরের বাইরে বের হওয়া দুর্বিষহ হয়ে উঠেছে।বেশকিছুদিন ধরে গরম এতটাই যে, জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেনা।কিন্তু বিচিত্র এই শহর শিলিগুড়ি;যদি সারাদিন খুব রোদ হয় তবে বিকেলে বৃষ্টি হবেই কিন্তু কিছুদিন ধরে বরুন দেবতা নিরাশ করার পর আজ সন্ধে বেলার পর থেকেই ঝরে পড়ল বরুন দেবতার করুন ধারা।তীব্র দাবদাহের থেকে শহরবাসী একটু নিস্তার পেল।

Share With:


Leave a Comment

  

Other related news