নারী ও শিশু পাচার রোধে এবার আরও সক্রিয় ভুমিকা নিতে চলেছে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম

রণজিৎ বোস, শিলিগুড়ি,০৭ই আগস্ট:ক্রমাগত বেড়েই চলছে নারী পাচার।একের পর এক শিশুও নারী পাচার চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।এই নারী ও শিশু পাচার রোধে এবার আরও সক্রিয় ভুমিকা নিতে চলেছে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম।শহর শিলিগুড়িতে এই বিষয়ে দুইদিন ধরে তারা একটি সভাও করেন।বুধবার দার্জিলিং জেলার নতুন কমিটিও গঠন করা হয়।কমিটি গঠনকালীন উপস্থিত ছিলেন ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়।তাদের আলোচনা সভায় সকলের থেকেই বক্তব্য শোনা হয়।ফোরামকে এগিয়ে নিয়ে যেতে কার কি পরিকল্পনা তা শোনেন জয়দীপ মুখোপাধ্যায়।পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, "আর্থ সামাজিক অবস্থার জন্যই গ্রাম গঞ্জ থেকে পাচার বেশী হয়।অর্থের লোভেই নিজেদের বাচ্চাদের কিংবা মেয়েকে অন্যের হাতে তুলে দেয় বাবা-মা।আমরা চেষ্টা করেই যাচ্ছি পাচার বন্ধ করার এমনকী আগের থেকে তা অনেক কমেছে।কিন্তু পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা।তবে প্রশাসন আমাদের খুবই সহযোগিতা করছে।তাদের জন্যই আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে।কিন্তু এবার আমরা সীমান্তে পাচার আটকাতে বিএসএফ ও এসএসবির সাথে কথা বলব।তাদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে তাহলেই পুরোপুরি পাচার বন্ধ করা সম্ভব।আর যারা আইনী সহযোগিতা পায়না তাদের আইনী সহযোগিতাও দেওয়া হবে ফোরামের পক্ষ থেকে।প্রচুর মানুষ আছে গ্রামে গঞ্জে এমনকী চা বাগানেও যারা আইন বোঝেই না।তাদের আইন নিয়ে বোঝানোর জন্য এবার থেকে আমরা সচেতনতা শিবির করব।আগামীতে তারা যাতে কোনওভাবে বিপাকে না পড়ে তাও আমরা দেখব।আর আমি প্রত্যেক বাবা-মা কে অনুরোধ করব তারা যাতে প্রলোভনে পড়ে তাদের মেয়ে কিংবা বাচ্চাকে কারও হাতে তুলে না দেয়।ফোরাম সকলের জন্য কাজ করবে।নতুন কমিটির সভাপতি নান্টু পাল ও সম্পাদক বাবলু তালুকদার দায়িত্ব নিয়েছেন তারা তাদের কাজ করবেন বলে আমার বিশ্বাস।আগামীতে কেউ বিপাকে পড়লে তাদের সহযোগিতায় সকলের আগে আসবে ফোরাম"।
Leave a Comment