Breaking News

জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু।

Image
 

 বিন্নাগুড়ি,০৮ই আগস্ট:জলাশয়ে স্নান করতে নেমে  তলিয়ে গেল দুই শিশু। বৃহস্পতিবার বিন্নাগুড়ি সেনা ছাউনি এলাকার ঘটনা। মাদারিহাটের শিশুঝুমরা গ্রামপঞ্চায়েতের অমিত ঠাকুর (১৪) ও রক্ষক কামি (১৪) একই স্কুলের ছাত্র ও আরো দুজন দুই  সহপাঠী কালাম মিঁয়া ও উমেশ সিং ও নির্মল রাই একসঙ্গে জলে সাঁতার কাটতে নামে । নির্মল কে বাঁচাতে  পারলেও বাকি দুজনকে বাঁচানো যায়নি । গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল বীরপাড়া হাসপাতলে চিকিৎসাধীন । এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় । বৃহস্পতিবার বিকেলে তিনজনকে বীরপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে অমিত ও রক্ষককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন পাঁচজনই বিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হলেও সাঁতার কাটতে যায় ডোবায় । স্কুল পালিয়ে কি করে বাইরে বেরিয়ে গেল এতগুলি ছাত্র তার খোঁজ করে দেখা হচ্ছে ।

Share With:


Leave a Comment

  

Other related news