Breaking News

বিধাননগরে উদ্ধার ১০ লক্ষ টাকার নকল মদ

Image
 

বিধাননগর,০৮ই আগস্ট: বৃহস্পতিবার গোপনসূত্রের খবরের পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন জায়গায়  অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এবং বড়সড় সাফল্য পায়। সূত্রের খবর মালাগছ গ্রামের একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে উদ্ধার হয় নকল মদ ও মদ তৈরির কাচা স্পিট,স্টিকার,বোতল ও ছিপি।এখনও পর্যন্ত  এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া নকল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। মদগুলো বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছেন বিধাননগর থানার পুলিশ।

Share With:


Leave a Comment

  

Other related news