Breaking News

পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ই-শিক্ষা

Image
 

সমাজে পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে তৈরি হওয়া ই-শিক্ষা। বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পক্ষ থেকে পিছিয়ে পড়া সমাজের বাচ্চাদের ই-শিক্ষা তরফে সার্টিফিকেট প্রদান করা হল।

 

প্রসঙ্গত ১৩ই মার্চ ২০২২ শে শুরু হয়। তৎকালীন পুলিশ কমিশনার গৌরব শর্মার হাত ধরে শুরু হয় ই-শিক্ষার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া পরিবারের সন্তান দের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। বুধবার ই-শিক্ষার দ্বিতীয় ব্যাচের ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার এবং শিলিগুড়ি থানার ওসি অমর্ত্য চক্রবর্তী।

 

ছাত্র-ছাত্রীরা হাতে শংসাপত্র পেয়ে বেজায় খুশি। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ এবং কম্পিউটার শেখার প্রতি নেশায় খুশি শিক্ষক গৌতম চক্রবর্তী। তিনি জানান, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-ছাত্রীদের আগ্রহ কত সেটা লক্ষ্যণীয় এখানে উৎসব বা আনন্দের দিনগুলিতে কোন ছুটি হয় না তবুও তারা নির্দ্বিধায় ক্লাস করতে ইচ্ছুক।

Share With:


Leave a Comment

  

Other related news