শিলিগুড়িতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে হাতাহাতি, ঘটনায় আহত ৩ তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ির আইওসির সামনে রায়পাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে হাতাহাতি, ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন ও সামান্য আহত একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। স্থানীয় সূত্রে খবর, একটি জুয়ার আসরকে কেন্দ্র করে শুরু হয় এই বিবাদ। গতকাল ফের সেই বিষয়টিকে তুলে ধরে বিবাদ বাঁধে ওই দুই গোষ্ঠীর মধ্যে। বিবাদ হাতাহাতিতে চলে যায় এবং ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। দুই পক্ষেরই বেশ কয়েকজন আরো আহত রয়েছে। বর্তমানে গুরুতর আহত ৩ জন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার সকালে এই পুরো বিষয় নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গতকাল রাতেও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
Leave a Comment