Breaking News

তাক লাগানো দক্ষিণ ভারতীয় ধাঁচের মূর্তিতে নাইট আউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজো

Image
 

শিলিগুড়ির হাতি মোড় নাইট আউল অ্যাসোসিয়েশন তাক লাগালো গনেশ পুজো করে। দ্বিতীয়তম বর্ষ এবার নাইট আউল অ্যাসোসিয়েশনের। এই বছরের বিশেষ আকর্ষণ দক্ষিণ ভারতের আদলে তৈরি মূর্তি। জাঁকজমক পূর্ণভাবে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো

শিলিগুড়ি হাতি মোড়ের নাইট আউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজোর । আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন নাইট আউল ক্লাবের সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত, ক্লাব সভাপতি নারায়ন সিংহ রায়, নাইট আউল ক্লাব এর পক্ষ থেকে পার্থ প্রতিম দাস, রনজিৎ বোস সহ একাধিক সদস্যদের উপস্থিতিতে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হলো নাইটাল অ্যাসোসিয়েশনের দ্বিতীয় তম গণেশ পূজার। এ বছরে প্রতিমার উপর বিশেষ নজর দেয়া হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত।

Share With:


Leave a Comment

  

Other related news