Breaking News

ফুলবাড়ীতে টোটো চালকদের টিআইএন নম্বর নিয়ে বৈঠক আইএনটিটিইউসির 

Image
 

ফুলবাড়ি, ৮ আগস্ট: টোটো চালকদের  টিআইএন নম্বর এবং  বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ফুলবাড়িতে বৈঠক করল আই এন টি টি ইউ সি।এই সংগঠন অভিযোগ করে জানান বহু টোটো চালক দের টি আই এন নম্বর না থাকায় তারা অনেক সমস্যায় পড়ছেন। সূত্রের খবর ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার টোটো চালকদের রুট ও স্ট্যান্ড নিয়েও বিভিন্ন  সমস্যার সৃষ্টি হয়েছে।যাতে এই সমস্যা গুলি সমাধান হয়  সেই বিষয় নিয়ে বৈঠকে  আলোচনা করা হয়। এছাড়া তাদের গুরুতর অভিযোগ যে অনেকেই  ইউনিয়ন করে টোটো চালকদের কাছ থেকে টাকা নিয়ে টিআইএন নম্বর দেওয়ার চেষ্টা করছে।যাতে টোটো চালকরা  ওইরকম ভুয়ো প্রস্তাবে সাড়া  না দেন সেই বিষয়ে অবগত করা হয়।

Share With:


Leave a Comment

  

Other related news