শহরের বুকে ফের অবৈধ নির্মান, ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম

নিজস্ব সংবাদদাতা, সুদীপ্তা চ্যাটার্জী: শহর জুড়ে ক্রমশই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর তার জেরে বারংবার শিলিগুড়ি পুরনিগমের তরফে চলেছে অভিযান। ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ নির্মান। শুক্রবার ফের শহর শিলিগুড়ির পুরনিগমের ১৩ নাম্বার ওয়ার্ডের গুরু নানক সরণির অন্তর্গত পাঞ্জাবি পাড়া এলাকায় অবৈধ একটি গোডাউন ভেঙ্গে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা। যদিও পুরো নিগমের তরফে জানানো হয় একাধিকবার নোটিশ দেয়া হয়েছে গোডাউন মালিককে। তবুও কর্ণপাত করেননি মালিকপক্ষ। শুক্রবার অবৈধ নির্মাণ ভাঙতে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা পৌছলেই ক্ষোভে ফেটে পড়েন মালিকপক্ষের একাংশ। তাদের দাবি জোর পূর্বক কাউন্সিলার পুরণিগমকে দিয়ে গুঁড়িয়ে দিয়েছে নির্মাণটি। তাদের দাবি সঠিক তথ্য দিতে অক্ষম পুরনিগম। অন্যদিকে মালিক পক্ষ সুর চড়িয়েছেন খোদ ওয়ার্ড কাউন্সিলর মানিক দে-র বিরুদ্ধে। তাদের দাবি কাউন্সিলরকে মাসিক টাকা দিলে আজ এমন অবস্থা তাদের হতো না।
অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর মানিক দে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। মানিক দে জানান শিলিগুড়ি পুরনিগমের তরফে এখন মেয়র গৌতম দেব খোদ “টক টু মেয়র” অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করছেন, কেউ যদি আমার বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য করেন তিনি সরাসরি মেয়রকে জানাতে পারেন। তার পরে পুরনিগমের তরফে আমার প্রতি যথাযোগ্য ব্যবস্থা নেবে। তিনি এতদিন চুপ কেন ছিলেন? সংবাদ মাধ্যমকে জানান মেয়র পারিষদ মানিক দে।
শহরে অবস্থিত অবৈধ নির্মাণ ভাঙতে সক্ষম পুরনিগম। এমন আরও পদক্ষেপ আগামীতেও গ্রহণ করা হবে, তার জন্য প্রস্তুত রয়েছে পুরনিগম।
Leave a Comment